April 29, 2024 5:48 pm

অভিষেককে আটকাতে ঢাল হিসাবে ব্যবহার? অভিষেকের আগেই শুভেন্দুর সাথে সাক্ষাৎ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর

অভিষেককে আটকাতে ঢাল হিসাবে ব্যবহার? অভিষেকের আগেই শুভেন্দুর সাথে সাক্ষাৎ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর

অভিষেকের আগেই শুভেন্দু

PB NEWS :- ১০০ দিনের কাজে বঞ্চনার অভিযোগ ও বাংলার বকেয়া আদায়ে রাজধানী দিল্লির বুকে লড়াই শুরু করেছে তৃণমূল। আজ বকেয়া পাওনার দাবিতে দিল্লির যন্তর মন্তরে অভিষেকের নেতৃত্বে সভা করবে তৃণমূল। হবে কৃষি ভবন অভিযান। দ্বিতীয় দিনের কর্মসূচি এখনো স্পষ্ট না হলেও অভিষেকের আগেই শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

বিশেষ দলীয় কর্মসূচি নিয়ে সোমবার রাতেই দিল্লি পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল ১১টা ও বিকাল ৪টেয় তাঁর বিশেষ কর্মসূচি আছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। রাজনৈতিকভাবে যা বেশ ইঙ্গিতবাহী। তাহলে কী অভিষেককে ঠেকাতে এবার ঢাল হিসাবে দাঁড় করানো হচ্ছে শুভেন্দুকে ? এমন প্রশ্নও উঠছে।

আরও খবর- বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ইডির হাজিরা ইস্যুতে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক

অভিষেককে আটকাতে ঢাল হিসাবে ব্যবহার? অভিষেকের আগেই শুভেন্দুর সাথে সাক্ষাৎ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর

গতকাল রাজঘাটে তৃণমূল সাংসদদের শান্তিপূর্ণ ধরনা কর্মসূচি ঘিরে গণ্ডগোলের আশঙ্কা দেখা দিয়েছিল। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সৌজন্যতা দেখায়নি, জোর করে তৃণমূল কর্মীদের উঠিয়ে দেয় বলে অভিযোগ অভিষেকের। এবার যন্তর মন্তরে, যেখানে শয়ে-শয়ে বাংলার মানুষ পাওনা টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে জমায়েত করবেন, সেখানে দিল্লি পুলিশ কী করবে , তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।