May 16, 2024 7:07 pm

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ইডির হাজিরা ইস্যুতে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ইডির হাজিরা ইস্যুতে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক

হাইকোর্টে ডিভিশন বেঞ্চে অভিষেক

PB NEWS :- বিচারপতি অমৃতা সিনহা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অধিকর্তাকে নির্দেশ দিয়েছিলেন, ‘৩ অক্টোবরের অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয়’ তা দেখার জন্য। গত ২৭ সেপ্টেম্বর অভিষেকের হাজিরা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরই নাম না করে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক।

সূত্রের খবর , আর্জি ‘মেনশন’ হতে পারে আজ মঙ্গলবার। বিচারপতি সিনহা মন্তব্য করেন, ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই নড়চড় না হয়। তা নিয়ে ইডিকে পদক্ষেপ করতে হবে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

আরও খবর- দিনে দিনে গাঢ় হচ্ছে ভারত-আমেরিকার বন্ধুত্ব , বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ বাইডেন প্রশাসন

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ইডির হাজিরা ইস্যুতে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক

প্রসঙ্গত , গত ২৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ইডি। সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ঠিক তার পরদিনই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে মামলা চলছে।