May 10, 2024 2:14 am

ক্রমশ বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় হামুন – ঝড় বৃষ্টির ক্ষীন সম্ভাবনা বাংলায়

ক্রমশ বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় হামুন - ঝড় বৃষ্টির ক্ষীন সম্ভাবনা বাংলায়

ঘূর্ণিঝড়

চট্টগ্রাম বন্দর থেকে মাত্র ৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে সরে যাওয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায়। ক্রমশ রাজ্যের উপকূল থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে ঘূর্ণিঝড় ‘হামুন’। বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম এলাকায় স্থলভাগে প্রবেশ করবে সকালে। স্থলভাগে প্রবেশ করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে প্রায় ১০০ কিলোমিটার। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

আরও খবর- আফটার শকে কাঁপল নেপাল – কম্পনের তীব্রতা ৪.১

ক্রমশ বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় হামুন – ঝড় বৃষ্টির ক্ষীন সম্ভাবনা বাংলায়

উত্তর বঙ্গোপসাগর উপকূল আজ, বুধবারও উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। উপকূলের কিছু এলাকায় হালকা বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। ইতিমধ্যেই মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে।