May 20, 2024 9:58 pm

আফটার শকে কাঁপল নেপাল – কম্পনের তীব্রতা ৪.১

আফটার শকে কাঁপল নেপাল - কম্পনের তীব্রতা ৪.১

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

আফটার শকে কাঁপল নেপাল। দশমীর ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোর ৪টে ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ভোররাতে ভূমিকম্প হওয়ায়, এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। প্রশাসনের তরফে এলাকা পরিদর্শনের পরই ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, জানা যাবে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, নেপালের কাঠমাণ্ডুর অদূরেই এই ভূমিকম্পের উৎসস্থল ছিল।

আরও খবর- রাজভবনের তরফে প্রকাশিত দুর্গারত্ন পুরস্কার – সম্মানিত ৪ টি কমিটি

আফটার শকে কাঁপল নেপাল – কম্পনের তীব্রতা ৪.১

অষ্টমীর দিনও ভূমিকম্প অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.১। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে, ধাদিংয়ে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দিল্লি-এনসিআর অঞ্চলেও মাটিতে কাঁপুনি অনুভূত হয়েছিল।