June 16, 2024 11:28 am

কলকাতায় তৈরি হবে বিশ্বমানের শপিংমল , মুখ্যমন্ত্রীর দুবাই সফরের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত

কলকাতায় তৈরি হবে বিশ্বমানের শপিংমল , মুখ্যমন্ত্রীর দুবাই সফরের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত

PB NEWS :- রাজ্যে শিল্প আনতে স্পেন হয়ে দুবাই সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বার বিভিন্ন বিনিয়োগ গোষ্ঠীর সাথে বৈঠক , এবার মিলল তার ফলপ্রসূ ইঙ্গিত। কলকাতায় বিশ্বমানের শপিংমল তৈরি করবে দুবাইয়ের নামজাদা সংস্থা লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল। লুলু গ্রুপের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে মিলেছে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত।

কলকাতায় নিউটাউনে বিশ্বমানের একটি শপিং মল চালু করার বিষয়ে আগ্রহী লুলু গ্রুপ। পাশাপাশি বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনাময় দিক গুলি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির বৈঠকও হয়েছে।

শপিং মলের পাশাপাশি মৎস্য প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে লুলু গোষ্ঠী। মুখ্যমন্ত্রীও এদিনের বৈঠকে লুলু গোষ্ঠীকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রসঙ্গত , আগামী নভেম্বরে রাজ্যে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

কলকাতায় তৈরি হবে বিশ্বমানের শপিংমল , মুখ্যমন্ত্রীর দুবাই সফরের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত

‘‘দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে , এটা যেন তৃণমূল মনে রাখে’’ – সাবধানতার আড়ালে হুঁশিয়ারি শুভেন্দুর

দুর্গাপুজোর আগেই ভোজনরসিক বাঙালির জন্য সুখবর , ৯ টি ট্রাকে প্রায় ৪০ মেট্রিক টনেরও বেশি ইলিশ এল রাজ্যে

কলকাতায় যেমন বিশ্বমানের শপিংমল তৈরির ইঙ্গিত মিলেছে ঠিক তেমনি দুবাইতে বিশ্ব বাংলার স্টলের বিভিন্ন পণ্যকে লুলু গ্রুপের বিভিন্ন আউটলেটগুলিতেও রাখা হবে। বাংলাকে আন্তর্জাতিক আঙিনায় পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।

মুখ্যমন্ত্রীর স্পেন সফরে বাংলার বেশ কিছু ক্ষেত্রে লগ্নি নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের প্রথম সারির বস্ত্র বিপণী সংস্থা জারা বাংলায় নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার বিষয়ে আগ্রহী হয়েছে। পাশাপাশি লা লিগা কর্তৃপক্ষও বাংলার ফুটবলের উন্নয়নে সাহায্য করার বিষয়ে আগ্রহী হয়েছে। সেই কারণে রাজ্যে ফুটবল একাডেমী গড়ে তোলার জন্য একটি স্টেডিয়াম চাওয়ায় রাজ্য সরকারের তরফে কিশোর ভারতী স্টেডিয়াম কে লা লিগা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে রাজ্য সরকারের তরফে।