May 10, 2024 7:29 am

শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে অবস্থান বিক্ষোভ – সন্দেশখালিতে আটক সুকান্ত

শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতারির দাবিতে সন্দেশখালি থানার বাইরে অবস্থানে বসে পড়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রায় ঘণ্টা দেড়েক ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তিনি। পুলিশের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় সুকান্তদের। বলা হয়, এভাবে অবস্থান চালানো যাবে না। প্রয়োজনে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়। আটক করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সুকান্ত-সহ অন্যান্য বিজেপি কর্মী-সমর্থকদের থানার সামনে থেকে কার্যত ঠেলে ধামাখালি ঘাটের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ।

এমভি বাগদাদ নামে পুলিশের একটি লঞ্চে চাপিয়ে সুকান্তদের নিয়ে মাঝ নদীতে চড়কিপাক খেতে থাকে পুলিশ। বার বার লঞ্চের অভিমুখ বদল হচ্ছে। একবার ধামাখালির দিকে, একবার সন্দেশখালির দিকে, একবার খুলনার দিকে লঞ্চের মুখ ঘুরিয়ে, আবার ধামাখালির দিকে ঘোরানো হয় লঞ্চের অভিমুখ। লঞ্চের ভিতরটা পুরো অন্ধকার। বেশ কিছুক্ষণ পর ধামাখালির ফেরি ঘাটে নোঙর করা হয় পুলিশের নৌকা। নামানো হয় সুকান্ত মজুমদারকে। সুকান্তকে নিয়ে টোটোয় করে পুলিশ চলে আসে ধামাখালি ঘাটে।