May 17, 2024 8:57 am

দক্ষিণ ২৪ পরগনায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি , উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে – জানাচ্ছে আবহাওয়া দপ্তর

PB News Desk: আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।

শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কোনও নিষেধাজ্ঞা নেই। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। অনেকটা উত্তরে সরে আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমী অক্ষরেখা। ইতিমধ্যেই অনেকটা উত্তরে এগিয়ে গোরখপুর শোপাউল ও কোচবিহারের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে।