November 24, 2024 12:52 am

নকশা জমা পড়ল মুখ্যমন্ত্রীর টেবিলে , অনুমোদন মিললেই শুরু হবে পুরীতে বঙ্গ নিবাস তৈরির কাজ

PB News Desk: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে জমা পড়ল পুরীতে প্রস্তাবিত বঙ্গনিবাসের নকশা। নবান্ন সূত্রের খবর, মোট চারটি সংস্থা তাদের তৈরি নকশা জমা দেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এর মধ্যে থেকে একটি মুখ্যমন্ত্রী পছন্দ মতো নকশা বেছে নিলেই শুরু হবে বঙ্গভঙ্গ নিবাসের নির্মাণ কাজ।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে এই নিয়ে নবান্নে বৈঠক করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় ও বিদ্যুৎ ও ক্রীড়া-যুবকল‌্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। পরে পূর্ত দফতর সূত্রের খবর, পুরীতে দু’ একর জমির উপর এই বঙ্গনিবাসটি এ রাজ্যের আকর্ষণীয় বিভিন্ন শিল্পকলায় সাজানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী পুরীতে গিয়েছিলেন। সেই সময় তিনি দেখা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Pattanayek) সঙ্গে। ওড়িশা সরকারের তরফে দু’একর জমি দেওয়া হয়। সেই জমিতেই তৈরি হচ্ছে বঙ্গ নিবাস। আগামী দিনে ‘নিউ পুরী’ তৈরি হবে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।