September 29, 2024 12:58 am

যাদবপুর বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল , দায়িত্ব নিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

PB News Desk: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল! আচার্য সিভি আনন্দ বোস অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক বুদ্ধদেব সাউকে। তিনি গণিতের অধ্যাপক।

এ বিষয়ে বুদ্ধদেব সাউকে প্রশ্ন করা হলে তিনি তাঁর দায়িত্ব সম্পর্কে জানান, “আমার প্রায়োরিটি হচ্ছে অ্যাকাডেমিক পরিবেশকে নিয়ন্ত্রণে রাখা! সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তাতে আমার যতদূর মনে হয় এটা র‍্যাগিংএয়ের ঘটনা। তাই আগে এই বিষয়ে নজর দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড কতটা কাজ করছে তা দেখতে হবে! এখনই বলা যাবে না এ বিষয়ে!

যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় তোলপাড় গোটা রাজ্য! উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়! একের পর এক প্রাক্তনী এই যাদবপুর কাণ্ডে গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে সেই ট্যাক্সি , যাতে করে মৃত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে হল রাজ্যপালকে। বেশ কয়েকদিন ধরেই অস্থায়ী উপাচার্য নিয়ে নানা কথা চলছিল। আজ সেই সিদ্ধান্ত জানালেন রাজ্যপাল!