May 20, 2024 8:09 pm

সারা দেশে বর্ষা বিদায় পর্ব শুরু হলেও পশ্চিমবঙ্গে দেরিতে হবে বর্ষার প্রস্থান ! জানাচ্ছে হাওয়া অফিস

সারা দেশে বর্ষা বিদায় পর্ব শুরু হলেও পশ্চিমবঙ্গে দেরিতে হবে বর্ষার প্রস্থান ! জানাচ্ছে হাওয়া অফিস

বর্ষার বিদায় পর্ব শুরু 

PB NEWS :- ভরা শরতের আকাশে কালো মেঘের ঘনঘটা , কখনও ঝিরঝিরি আবার কখনো তুমুল – বর্ষার প্যাচপ্যাচে বৃষ্টিতে নাজেহাল মানুষ। তবে আসন্ন দুর্গাপূজোতেও কি অশুর রূপে অবস্থান করবে বর্ষা ? কি বলছে হাওয়া অফিস ? আবহাওয়া দপ্তর সূত্রের খবর , সারাদেশ থেকেই বর্ষা, বিদায় পর্ব শুরু হলেও পশ্চিমবঙ্গে বর্ষার প্রস্থান ঘটবে বেশ কিছুটা দেরিতে। তাহলে প্রশ্ন উঠছে দুর্গাপূজাতে কি ভাসাবে বৃষ্টি ? ম্যাচাকার হবে পুজোর শপিং থেকে প্যান্ডেল হপিং ?

বর্ষার এই ঝোড়ো ইনিংসেই তো নাজেহাল অবস্থা বাংলার। এদিন সকাল থেকে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। ভারী বৃষ্টি হচ্ছে হুগলি, উত্তর ২৪ পরগনায়।

আরও খবর- রাজ্য ডেঙ্গিতে মৃত্যু অব্যাহত , ২০ বছরে প্রাণ হারালেন দক্ষিণ দমদমের তরুণী

সারা দেশে বর্ষা বিদায় পর্ব শুরু হলেও পশ্চিমবঙ্গে দেরিতে হবে বর্ষার প্রস্থান ! জানাচ্ছে হাওয়া অফিস

সেপ্টেম্বর থেকে বিদায় যাত্রা শুরু করেছে মৌসুমী বায়ু। ইতিমধ্যে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড সহ পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লির বেশিরভাগ অংশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে। একই ছবি উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। বর্ষার যে বিদায় রেখা রয়েছে তা গুলমার্গ থেকে ধর্মশালা, পান্থগড়, মাধবপুর থেকে যোধপুর হয়ে বার্মার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মাত্র তিন থেকে চার দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের সব রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা , জানিয়েছে আবহাওয়া দপ্তর।