May 12, 2024 2:49 am

পরাজিত বেঙ্গালুরু এফসি , ISL এর শুরু থেকেই অশ্বমেধের ঘোড়া জুয়ান ফেরেন্দোর মোহন বাগান সুপার জায়ান্টস

পরাজিত বেঙ্গালুরু এফসি , ISL এর শুরু থেকেই অশ্বমেধের ঘোড়া জুয়ান ফেরেন্দোর মোহন বাগান সুপার জায়ান্টস

আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে মোহন বাগান

PB NEWS :- ISL এর শুরু থেকেই অশ্বমেধের ঘোড়া জুয়ান ফেরেন্দোর মোহন বাগান সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে আইএসএলের নতুন সদস্য পাঞ্জাব এফসি এবং দ্বিতীয় ম্যাচে প্রবল শক্তিধর বেঙ্গালুরু এফসি – আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে মোহন বাগান। ঘরের মাঠে খেলা। ফলে কিছুটা অ্যাডভান্টেজ ছিল। তবে গতবার আইএসএলের রানার্স-আপ বেঙ্গালুরুর চেষ্টায় ত্রুটি ছিল না। শেষমেশ বুমোসের গোলে ১-০ ব্যবধানে জিতল মোহনবাগান।

এদিন যুবভারতীতে ম্যাচের শুরুর দিকে মোহন বাগানকে চাপে রেখেছিল বেঙ্গালুরু। অনিরুদ্ধ থাপা একটি গোললাইন সেভ করেন। ৬৭ মিনিটে একমাত্র গোলটি করেন বাগানের ফরাসি মিডিও হুগো বুমোস। বুমোসের গোলের পরও আক্রমণ শানাতে থাকে মোহন বাগান। ৭৫ মিনিটে মোহন বাগানের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল করে ফেলেন বেঙ্গালুরুর সুরেশ। লাল কার্ড দেখেন তিনি। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে বেঙ্গালুরুর রোশনও লাল কার্ড দেখেন। জোড়া লাল কার্ডে ছন্নছাড়া হয়ে পরে সাইমন কাটিচের বেঙ্গালুরু এফসি।

আরও খবর-এয়ারপোর্টের দিকের পথে মেট্রো রেলের কাজ , কাজের জন্য ৬০ দিন ঘুরপথে যান চলাচল

পরাজিত বেঙ্গালুরু এফসি , ISL এর শুরু থেকেই অশ্বমেধের ঘোড়া জুয়ান ফেরেন্দোর মোহন বাগান সুপার জায়ান্টস

২৯ সেপ্টেম্বর কলকাতা ফুটবল লিগে আবার কলকাতা ফুটবল লিগে মোহন বাগানের ম্যাচ রয়েছে। সেদিন প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং। তবে আপাতত আইএসএল ও এএফসি নিয়েই বেশি ফোকাসড মোহন বাগান। ২ অক্টোবর মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে খেলবে মোহন বাগান। মোহন বাগান সুপার জায়ান্টসের ফোকাস এখন সেই এএফসি কাপের ম্যাচের দিকে। সেই ম্যাচ কলকাতায়। এদিনের জয় তাদের সেই ম্যাচের আগে আত্মবিশ্বাস জুগিয়ে গেল।