May 20, 2024 11:09 am

Aadhaar Number আপনার , কিন্তু আপনার অজান্তে ব্যবহার হচ্ছে অন্য কোথাও ! কীভাবে বুঝবেন ?

আপনার অজান্তে Aadhaar Number অন্য কোথাও ব্যবহার হচ্ছে না তো ? কী করে বুঝবেন ? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ যে সংস্থাটি আধার পরিচালনা করে তাদের ওয়েবসাইটে গিয়ে নিজেদের আধার কোথায় এবং কখন ব্যবহার করা হয়েছিল তা পরীক্ষা করার উপায় রয়েছে।

১) এর জন্য প্রথমেই https://resident.uidai.gov.in/notification-aadhaar আধার অথেন্টিকেশনের পেজে যেতে হবে  

২) এরপর নিজেদের আধার নম্বর এবং সিকিউরিটি কোড এন্টার করতে হবে।

৩) এরপর ‘Generate OTP’ অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর ইউজাররা নিজেদের মোবাইল ফোনে একটি OTP পাবেন। এই ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে, UIDAI ওয়েবসাইটে সেই ফোন নম্বর UIDAI-এর ওয়েবসাইটে ভেরিফাই করা রয়েছে।

৫) এরপর ইউজাররা তথ্যের সময়কাল এবং লেনদেনের সংখ্যা বেছে নেওয়ার বিকল্পগুলি দেখতে পাবেন। এরপর নিজেদের ওটিপি এন্টার করতে হবে এবং ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।

৬) এখানে তারিখ, সময় এবং সমস্ত আধার প্রমাণীকরণ অনুরোধের ধরন দেখতে পাওয়া যাবে, যা তাঁরা ইতিপূর্বে বেছে নিয়েছিলেন।

এই ক্ষেত্রে কেউ যদি সন্দেহজনক কিছু খুঁজে পান , তিনি নিজেদের আধার তথ্য অনলাইনে লক করে দিতে পারেন। এরপর যখনই তা ব্যবহার করতে হবে, তা আনলক করা যেতে পারে।