May 10, 2024 1:35 am

দু হাত ছেড়ে বুলেট চালাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ! ব্যাপারটা কি ?

দু হাত ছেড়ে বুলেট চালাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ! ব্যাপারটা কি ?

কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

ফুরফুরে মেজাজে সকাল হতে না হতেই বহরমপুরেরর রাস্তায় কেন নেমে পড়লেন অধীর ? প্রসঙ্গত , ৩৪ নম্বর জাতীয় সড়কের মেহেদীপুর থেকে বলরামপুর বহরমপুরের বাইপাস রাস্তার কাজ চলছিল দীর্ঘদিন থেকে। সদ্য একটি লেনের কাজ শেষ হয়েছে বলে খবর। পুজোর মুখে বহরমপুরবাসীকে নতুন উপহার দিতে শনিবার থেকেই খুলে দেওয়া হয়েছে সেই একটি লেন। সেখানেই এদিন বুলেট নিয়ে দৌড়ে বেড়াতে দেখা গেল অধীরকে।

হাইওয়ে আধিকারিকদের উপস্থিততে রাস্তাটির উদ্বোধন করেন বহরমপুরের সাংসদ। তারপরেই সকাল সাড়ে ৬টা নাগাদ নিজেই বুলেট চালিয়ে রাস্তা পরিদর্শনে বের হন। বলরামপুর থেকে চলে যান মেহেদীপুর পর্যন্ত। প্রসঙ্গত, রাস্তাটির কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে। জমি জটের কারণে মাঝে বেশ কয়েকবার কাজ আটকে যায়। ভাগীরথী উপর একটা ব্রিজও তৈরি হয়েছে জাতীয় সড়কের বাইপাসের জন্য।

আরও খবর- অভিষেকের দূত-নয়া কর্মসূচী নিয়ে লোকসভার আগে ময়দানে তৃণমূল বাহিনী

দু হাত ছেড়ে বুলেট চালাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ! ব্যাপারটা কি ?

বহরমপুর শহরের ভিতর দিয়ে সিঙ্গেল লেনের একটি রাস্তা রয়েছে। কিন্তু, সেটি দিয়ে গেলে প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পড়ে যেত। যানজটও হত বিস্তর। কিন্তু, নয়া বাইপাসের হাত ধরে সময় ও কিলোমিটার দুই বাঁচবে বলে মনে করা হচ্ছে। এই বাইপাস তৈরির ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াত আগের থেকে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।