November 24, 2024 6:18 am

‘‘রাজ্যে বিদ্যুৎ ঘাটটির পরিমাণ ১২০০ মেগাওয়াট’ – সোমবার থেকে বিদ্যুৎ বন্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

PB News Desk: ‘‘রাজ্যে বিদ্যুৎ ঘাটটির পরিমাণ ১২০০ মেগাওয়াট।’ এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘তীব্র গরমের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ না থাকার কারণে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর।’’ সোমবার থেকে বিদ্যুৎ বন্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

প্রতিদিন তিন থেকে চার ঘন্টা করে বিদ্যুৎহীন এলাকা। দিনের বিভিন্ন সময় সকাল থেকে রাত পর্যন্ত তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এলাকায় নেই বিদ্যুৎ – ঘটনার জেরে মালদহে চাচলে বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসের সামনে এবং ভিতরে ঢুকে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। টানা এক সপ্তাহ ধরে চলছে বিদ্যুৎ বিভ্রাট – প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা করে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা – বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসে কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অবস্থান-বিক্ষোভে স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুধুমাত্র চাঁচল নয় , মালদহ জেলার বিস্তীর্ণ এলাকাতেই চলছে বিদ্যুৎ বিভ্রাট। গত এক সপ্তাহ ধরে বিভ্রাট চলার পর গতকাল রাতে আবারো যখন বিদ্যুৎ বিভ্রাট ঘটে তখন কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। এদিন সকালেও চলতে থাকে বিদ্যুৎ বিভ্রাট।

শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে সকলেরই ঘর্মাক্ত হাঁসফাঁস অবস্থা। দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানিয়ে রাখলাম, যদি আগামী দু’দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারেন, তবে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় দেখতে পাবেন।’’