April 28, 2024 11:49 pm

আপনার কেন্দ্রের প্রার্থী কে ? কত সম্পত্তির মালিক ? হদিশ দেবে এই অ্যাপ

ভোটাররা সহজেই ঘরে বসেই দেখতে পারবেন, তাদের নাম ভোটার তালিকায় আছে কি না। সেই সঙ্গে আপনার এলাকার প্রার্থীর খুঁটিনাটিও জানতে পারবেন। অ্যাপটির নাম Know Your Candidate। এটি আপনি Google Play Store থেকে ডাউনলোড করতে পারবেন। ভোট কেন্দ্র বা প্রার্থী সম্পর্কে জানতে চাইলে অ্যাপ থেকে সহজেই তা জানতে পারবেন।

নির্বাচন কমিশনের মতে, যাতে কাউকে কোনও কর্মসূচির অনুমোদনের জন্য কোনও রাজনৈতিক দল বা প্রার্থীদের কাছে না যেতে হয়, তার জন্যই এই অ্যাপ আনা হয়েছে। এতে সরাসরি আবেদন করতে পারবেন। কীভাবে কাজ করবে এই অ্যাপ ? ভোটার তালিকায় আপনার নাম না থাকলে, আপনি ফর্ম ৬ এর মাধ্যমে আপনার নাম সেই তালিকায় রাখার জন্য আবেদন করতে পারবেন। এমনকী এই অ্যাপে আপনি জানতে পারবেন গণনার সময় কে এগিয়ে কে পিছিয়ে।

আপনি যদি দেখেন যে, ভোটের সময় আপনার এলাকায় কোনও নিয়ম লঙ্ঘন করা হচ্ছে বা ঝামেলা হচ্ছে, তাহলে এই অ্যাপে সরাসরি অভিযোগ করতে পারবেন। এখানে ছবি বা ভিডিয়ো আপলোড করার সুবিধাও রয়েছে। এই অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে ফলাফলের দিন সমস্ত তথ্য পাবেন।