May 12, 2024 4:47 pm

নিমেষের মধ্যে শেষ আপনার ফোনের ডেইলি ডাটা প্যাক ? সমাধান লুকিয়ে আপনার মুঠোফোনেই

নিমেষের মধ্যে শেষ আপনার ফোনের ডেইলি ডাটা প্যাক ? সমাধান লুকিয়ে আপনার মুঠোফোনেই

PB NEWS :- বাড়িতে নেই ওয়াই ফাই , আবার ফোনের দ্বারা প্যাকের উপর ভরসা। প্রশ্ন হচ্ছে , আবার দুপুরের মধ্যে। বেশিরভাগ লোকই এমন প্যাক রিচার্জ করে , যা ১ জিবি , ১.৫ জিবি বা ২ জিবি দৈনিক ডেটা দেয়। ফলে কিছু না করেও নিমেষে শেষ হয়ে যায়। প্রশ্ন কেন এত তাড়াতাড়ি শেষ হয় ফোনের ডাটা প্যাক ? এর সবচেয়ে বড় কারণ আপনার ফোনের আপডেট। ফোনটিতে অনেক সিকিউরিটি ফিচার আছে, যা অটোমেটিকভাবে আপডেট হতে থাকে। বেশিরভাগ মানুষই তাদের ফোনে অটোমেটিক আপডেট অন করে রাখেন। ফলে একটি নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনার ফোন নিজে থেকেই ডেটা ব্যবহার করে আপডেট করা শুরু করে দেয়। আপনার অজান্তে ফোনের ইন্টারনেট ডেটা শেষ হয়ে যায়।

এর জন্য ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ অপশনটি ক্লিক করুন। এর পরে, সেই সমস্ত অ্যাপগুলি সিলেক্ট করুন, যেগুলি আপনি আপডেট করতে চান না। আর যদিও বা আপডেট করেন, সেটি যেন আপনার অনুমতিতে হয়। অর্থাৎ আপনার কাছে তার নোটিফিকেশন আসে। মোবাইল ডেটাতে ক্লিক করুন এবং Allow background data usage অপশনটিকে ক্লিক করে, তা বন্ধ করে দিন। এটি সমস্ত অ্যাপে অটো আপডেট বন্ধ করবে এবং ডেটা খরচও কমবে। ফলে আপনি অনেকক্ষণ আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কোনও রকম সমস্যা দেখা যাবে না।

নিমেষের মধ্যে শেষ আপনার ফোনের ডেইলি ডাটা প্যাক ? সমাধান লুকিয়ে আপনার মুঠোফোনেই

More News – গণেশ চতুর্থীর দিন ভারতের নতুন সংসদ ভবন থেকে পার্লামেন্টে সেশন জারি – বিরোধীরা কান্নাকাটি করবেন না – পরামর্শ মোদীর

‘সংসদের এই অধিবেশন ঐতিহাসিক। সময়ের পরিপ্রেক্ষিতে এটি একটি বড় অধিবেশন। ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।” বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে শুরু সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ দিয়ে লোকসভার কার্যক্রম। সংসদের উভয় কক্ষে একযোগে সংসদের ৭৫ বছরের যাত্রা নিয়ে আলোচনা হবে। বিশেষ অধিবেশনের বাকি অংশটি চলবে ১৯ সেপ্টেম্বর থেকে নতুন সংসদ ভবনে। Continue Reading