May 20, 2024 9:58 pm

“মাঠে নেমে সংগঠন মজবুত করুন ” – জেপি নাড্ডার সামনেই বিজেপি নেতাদের হুশিয়ারি শুভেন্দু অধিকারীর

PB News Desk: মাঠে নামুন , সংগঠন মজবুত করুন – সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে বিজেপি নেতা , কর্মী সমর্থকদের কার্যত হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর এই পরামর্শকে নিয়েই দলের অন্দরে পড়ে গিয়েছে শোরগোল।

কী সেই পরামর্শ ? প্রকাশ্য সভায় এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘‘নিজের এলাকার কর্তৃত্ব নিজের হাতে রেখে সংগঠনকে মজবুত করতে হবে। শুধু মঞ্চে ভাষণ দিয়ে বড় বড় কথা বললে হবে না। নিজের বুথ জিততে হবে। নিজের এলাকা জিততে হবে। নিজের বিধানসভা এলাকাতেও জিততে হবে। তারপর ভাষণ দিতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম।

নিজের এলাকার সংগঠন শক্তিশালী করুন। আমি একজন পঞ্চায়েত এলাকার ভোটার। নন্দীগ্রামের নন্দনায়কবাড় বুথে বিজেপির প্রার্থী দিয়েছিলাম। তিনি জিতেছেন। নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টি-তে বিজেপির প্রধান। পূর্ব মেদিনীপুর জেলায় ৮৪টি বিজেপির প্রধান হয়েছে। ’’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে ভাষণ না দিয়ে সংগঠন শক্তিশালী করার পরামর্শ রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। পঞ্চায়েত ভোটে জেলায় জেলায় বিজেপির আশানুরূপ ফল না হওয়ার নেপথ্যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের অভিযোগই নয় , অন্যতম কারণ নড়বড়ে সংগঠন।