September 29, 2024 4:46 am

বাংলার পড়ুয়াদের স্বার্থে আর্থিক সহায়তা করতে সম্মত স্পেনের বিশ্ব বিদ্যালয় , রাজ্যের প্রতিনিধিদের সাথে ইতিবাচক বৈঠক

বাংলার পড়ুয়াদের স্বার্থে আর্থিক সহায়তা করতে সম্মত স্পেনের বিশ্ব বিদ্যালয় , রাজ্যের প্রতিনিধিদের সাথে ইতিবাচক বৈঠক

PB NEWS :- মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এর স্পেন সফরে চতুর্থ দিনে মাদ্রিদের IE বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব, শিল্প সচিব। রাজ্যের মুখ্য সচিব , শিল্প সচিব সেখানকার বিশ্ববাজার বা গ্লোবাল মার্কেট বিভাগের বিশেষজ্ঞ ইরাজ সুয়টো রডরিগেজ ও স্নাতক বিভাগের প্রধান এলিজা মেলেনডিজের সঙ্গে সঙ্গে বৈঠকে বসেন।

রাজ্যে ফুটবল একাডেমী করতে উৎসাহী , বাংলার ফুটবলের স্বার্থে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মৌ স্বাক্ষরিত

বাংলায় পড়ুয়াদের চাকরি ক্ষেত্রে উপযুক্ত করে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে। অনুমান , IE বিশ্ববিদ্যালয় সঙ্গে বাংলার পড়ুয়াদের পারস্পরিক আদান-প্রদানের ক্ষেত্রেও যা বিশেষ উল্লেখযোগ্য। মূলত এই বৈঠকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে কীভাবে রাজ্যের পড়ুয়াদের শিক্ষা বিস্তার করা যায় তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার ভাষা নিয়ে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। স্পেনের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজ এর সঙ্গে আলোচনা করেন মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা এবং শিল্প সচিব। বিশ্ববিদ্যালয় বাংলার মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষায় আর্থিক সাহায্য দিতে রাজি। অন্তত বৈঠকে তেমনটাই আলোচনা হয়েছে। বাংলার ছাত্র-ছাত্রীরা গবেষণার কাজ পেশার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগও পেতে পারে স্পেনের এই বিশ্ববিদ্যালয় থেকে।

বাংলার পড়ুয়াদের স্বার্থে আর্থিক সহায়তা করতে সম্মত স্পেনের বিশ্ব বিদ্যালয় , রাজ্যের প্রতিনিধিদের সাথে ইতিবাচক বৈঠক

More News – পাওয়ার ডেভেলপ কর্পোরেশনের মাইনিং বিভাগে কর্মী নিয়োগ

পাওয়ার ডেভেলপ কর্পোরেশনের মাইনিং বিভাগের জন্য এই নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন খনিতে কাজ করতে হতে পারে। এই সব পদে আবেদনের জন্য মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বেশ কয়েকটি পদের জন্য লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Continue Reading