রাজ্য

কলকাতা এবং রাজ্য পুলিশের বাহিনীর মধ্যে বৈষম্য তৈরির চেষ্টা করছেন কেউ – পরোক্ষে শুভেন্দুকে কটাক্ষ মমতার

পুলিশ বাহিনীর মধ্যে বৈষম্য

বোনাস নিয়ে কলকাতা এবং রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তবে বিরোধী দলনেতার এই মন্তব্য খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু প্রথমে লেখেন, ‘সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া পুজো বোনাসের পরিমাণ দেখলে অবাক হতে হয়৷ যাঁরা কলকাতা পুলিশের অধীনে কাজ করেন, তাঁদের পাঁচ হাজার টাকার বেশি বোনাস দেওয়া হয়েছে৷ আর রাজ্য পুলিশে যাঁরা কাজ করছেন তাঁরা ২ হাজার টাকা বোনাস পেয়েছেন৷ দক্ষিণ কলকাতা থেকে প্রশাসন চালানো হলে এরকমই হয়৷ আর বাকি রাজ্যের প্রতি তারা চোখ বন্ধ করে রাখেন৷’

জবাবে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কিছু অসাধু রাজনৈতিক দল, ব্যক্তি কলকাতা এবং রাজ্য পুলিশের বাহিনীর মধ্যে বৈষম্য তৈরির চেষ্টা করছেন৷ আমি রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের আশ্বস্ত করছি, তাঁরাও ৫৩০০ টাকা করেই পুজো বোনাস পাবেন৷ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অধীনে থাকা আশা কর্মীরাও ৫৩০০ টাকা পুজো বোনাস পাবেন৷ যাঁরা রাস্তায় নেমে কাজ করছেন আমার সেই সহকর্মীদের পুজোর শুভেচ্ছা জানাই৷’

আরও খবর- নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত পাকিস্তান, বাজিমাত করতে মরিয়া দু’পক্ষ

কলকাতা এবং রাজ্য পুলিশের বাহিনীর মধ্যে বৈষম্য তৈরির চেষ্টা করছেন কেউ – পরোক্ষে শুভেন্দুকে কটাক্ষ মমতার

এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে কাজ করা সব সিভিক ভলেন্টিয়ারই ৫৩০০ টাকা করে পুজো বোনাস পাবেন৷ আশা কর্মীরাও ওই একই পরিমাণ বোনাস পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷