April 28, 2024 7:25 pm

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত পাকিস্তান, বাজিমাত করতে মরিয়া দু’পক্ষ

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত পাকিস্তান, বাজিমাত করতে মরিয়া দু'পক্ষ

বিশ্বকাপের মহারণ

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের মহারণ। আরও একবার ২২ গজের যুদ্ধে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। মেগা ম্যাচকে ঘিরে চলছে উত্তেজনার পারদ। মেগা ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কী হবে তা নিয়ে রয়েছে নান জল্পনা। বিশেষ করে ভারতীয় ফ্যানেরা কৌতুহলে রয়েছে ভারতের একাদশ নিয়ে। ভারতীয় দলে দ্বিতীয় ম্যাচে শার্দুল ঠাকুর খেলেছিলেন অশ্বিনের জায়গায়। পাকিস্তানের বিরুদ্ধে ফের অশ্বিনকে প্রথম একাদশে ফেরানো হবে কিনা তা নিয়ে জল্পনা। তবে আহমেদাবাদের বড় মাঠে ৩ স্পিনার নিয়ে নামলে ভারতের শক্তি বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের।

আরও খবর- দুর্গাপুজোয় ড্রাই ডে? মদ দোকান নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য সরকার

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত পাকিস্তান, বাজিমাত করতে মরিয়া দু’পক্ষ

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা জানিয়েছেন, ম্যাচ খেলার জন্য শুভমান গিল ৯৯ শতাংশ তৈরি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচে দিন সকালে। তবে রোহিতের মন্তব্যে গিলের খেলা নিয়ে আশার আলো দেখছেন ফ্যানেরা। হাসানুর পারফরমেন্স না করায় মহম্মদ সিরাজের জায়গায় প্রথম একাদশের সুযোগ পেতে পারেন মহ: সামি। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান। ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চে ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পেতে চাইছে বাবর আজম-শাহিন আফ্রিদিরা।