May 11, 2024 9:19 pm

BCCI-এর নতুন সভাপতি রজার বিনি হওয়ায় মন্তব্য শাস্ত্রীর

১৮ অক্টোবর BCCI-এর নতুন প্রেসিডেন্ট হয়ে আসছেন রজার বিনি।বর্তমানে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় আসছেন রজার বিনি|সৌরভকে সরিয়ে দেওয়া নিয়ে বহু বিতর্ক ও চর্চা শুরু হলেও,ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বেশ খুশি রজার বিনি আসায় নাকি সৌরভ চলে যাওয়ায় তা অবশ্য প্রশ্ন….

 

রজার বিনি সভাপতি হিসেবে আসা নিয়ে রবি শাস্ত্রী বলেন, “আমি খুব খুশি, কারণ উনি (রজার বিনি) বিশ্বকাপে আমার সতীর্থ ছিলেন। ওনার আসায় একটা ধারাবাহিকতা বজায় থাকল কারণ আগে তিনি কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট ছিলেন। সেখান থেকে BCCI-তে আসায় কাজে সুবিধা হবে। আমি আরও বেশি খুশি কারণ বিনি বিশ্বকাপজয়ী, BCCI-এর ইতিহাসে এটা প্রথমবার হচ্ছে যে বিশ্বকাপজয়ী বোর্ডের দায়িত্বে আসছেন। ওর যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না। ও এই পদের জন্য যোগ্য দাবিদার।”

 

 

নিজের প্রাক্তন সতীর্থ সভাপতি হওয়ায় যেমন খুশি শাস্ত্রী, তেমনি আমরা জানি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রবি শাস্ত্রীর খুব একটা সুসম্পর্ক নেই।তাই কোন বিষয়টি তাকে বেশি খুশি করেছে তা প্রশ্নই রইল|