May 20, 2024 6:38 pm

কর্মী করোনা আক্রান্ত, বন্ধ হয়ে গেলো পঞ্চায়েত

গলসি বার্তা ওয়েব ডেস্ক –  কর্মী করোনা আক্রান্ত। আর তার জেরে বন্ধ্ হয়ে গেল আউশগ্রাম-১ ব্লকের আউশগ্রাম পঞ্চায়েত। আগামী সাতদিন বন্ধ থাকবে ওই পঞ্চায়াতেটি। এর আগে পঞ্চায়েত লাগোয়া দুজন করোনা আক্রান্ত হওয়াতে ওই ব্লকের বিল্বগ্রাম পঞ্চায়েত বন্ধ করে দেওয়া হয়। পরপর দুই পঞ্চায়াতে বন্ধ হয়ে যাওয়াতে সমস্যায় পড়েছেন এলাকাসীরা।

আউশগ্রাম-১ ব্লক আবাসনের আবাসিক থাকেন আউশগ্রাম পঞ্চায়েতের সচিব। ওই কর্মীর উপসর্গ থাকায় শুক্রবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রবিবার রাতে স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, তার শরিরে করোনার সংক্রমণ রয়েছে। এরপরেই আউশগ্রাম পঞ্চায়েত সহ আউশগ্রাম-১ ব্লক আবাসনের একাংশ বাঁশের ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়।

বিডিও (আউশগ্রাম ১) চিত্তজিৎ বসু জানান, “সাত দিন আউশগ্রাম পঞ্চায়েত বন্ধ রাখা হবে। পাশাপাশি আগামী সাতদিন আউশগ্রাম-১ ব্লক কার্যালয়ে জনগণের যাতায়াত বন্ধ রাখা হচ্ছে”।