September 29, 2024 9:07 am

”আমাদের পাড়ার ক্লাব” – পুজো উদ্বোধনে এসে আবেগঘন মুখ্যমন্ত্রী

''আমাদের পাড়ার ক্লাব'' - পুজো উদ্বোধনে এসে আবেগঘন মুখ্যমন্ত্রী

পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

কলকাতর ১৭টি পুজোর উদ্বোধন করলেন তিনি। তার মধ্যে ছিল কালীঘাট মিলন সংঘ। মুখ্যমন্ত্রীর পাড়ার ক্লাব। সেই পুজোর উদ্বোধন করতে গিয়েই আবেগঘন হয়ে পড়েন তিনি। বলেন, ”আমাদের পাড়ার ক্লাব।” প্রতি বছর পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সশরীরে হাজির হন বিভিন্ন প্য়ান্ডেলে। এমনকী, দেবীর চোখও আঁকেন। সেই রীতিতে ছেদ পড়েছে এ বছর। রাজ্যে বিনিয়োগ আনার লক্ষ্যে সেপ্টেম্বরে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন ফের চোট লাগে বাঁ পায়ের হাঁটুতে। বিদেশ থেকে ফিরেই এসএসকেএম হাসপাতালে যান মমতা। তাঁকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও খবর- নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এমপ্লয়িস টেস্ট ইন্স্যুরেন্স কর্পোরেশন

”আমাদের পাড়ার ক্লাব” – পুজো উদ্বোধনে এসে আবেগঘন মুখ্যমন্ত্রী

পুজো উদ্বোধনে দাদা-কে দেখতে পেয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”দাদার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে কদিন আগে। তোকে কে যেতে ওখানে পারমিশন দিল। আমারা বাবা ছিলেন একটা সময় এই ক্লাবটার প্রেসিডেন্ট। স্বাধীনতার আগের পুজো এটা। কর্পোরেশনের নথি থেকে এটা জেনেছি।” মুখ্যমন্ত্রীর সংযোজন, ”ঠাকুরটা দারুণ হয়েছে। মোমের তৈরি৷ আগুন নেভানোর ব্যবস্থা আছে তো। কাঁথা স্টিচের শাড়িগুলো কাদের দেবেন ?” উপস্থিত সবাইকে দেখে বললেন, ”এই পাড়ার সবাইকে আমি চিনি।”