May 17, 2024 9:43 am

পঞ্চমীতেই নামলো জনজোয়ার – তিলোত্তমায় প্রতিমা দর্শনের জন্য মন্ডপে উপচে পড়া ভিড়

পঞ্চমীতেই নামলো জনজোয়ার - তিলোত্তমায় প্রতিমা দর্শনের জন্য মন্ডপে উপচে পড়া ভিড়

শ্রীভূমি স্পোর্টিং মণ্ডপ

শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে উপচে পড়া ভিড়। দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন সহ বালিগঞ্জ কালচারাল, সিংহী পার্ক, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, নাকতলা সার্বজনীনের মতো জনপ্রিয় পুজোগুলিও ভিড়ে ঠাসা। কার্যত পঞ্চমীতেই নামলো জনজোয়ার।

কলকাতা পুলিশের ফেসবুক পেজে চতুর্থীর রাত থেকে এই সরাসরি সম্প্রচার শুরু হয়েছে। কলকাতার বড় বড় ১৬ থেকে ১৭টি পুজোর তালিকা সেখানে দেওয়া হয়েছে। তিলোত্তমা মেতে উঠেছে দুর্গাপুজোর আনন্দে! পুজোতে পথে নেমেছে কলকাতা পুলিশ। কোন মণ্ডপে প্রতিমা দর্শন এর জন্য কতক্ষণ অপেক্ষা ? আগামী এক সপ্তাহ তথ্য কলকাতা পুলিশের ফেসবুক পেজে ‘লাইভ’ পাওয়া যাবে।

আরও খবর- কোন মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য কতক্ষণ অপেক্ষা? আগেভাগেই জানিয়ে দিচ্ছে কলকাতা পুলিশ

পঞ্চমীতেই নামলো জনজোয়ার – তিলোত্তমায় প্রতিমা দর্শনের জন্য মন্ডপে উপচে পড়া ভিড়

সূত্রের খবর , রাত ৯টা ১১ মিনিটের তালিকা অনুযায়ী, আহিরিটোলায় এক মিনিট, বাবু বাগানে তিন মিনিট, বোসপুকুর তাল বাগানে চার মিনিট, চেতলা অগ্রনীতে নয় মিনিট, কলেজ স্কোয়ারে নয় মিনিট, দেশপ্রিয় পার্কে ১০ মিনিট, একডালিয়া এভারগ্রিনে ছয় মিনিট, কুমোরটুলি পার্কে ছয় মিনিট, মুদিয়ালি ক্লাবে এক মিনিট, নাকতলা উদয়ন সঙ্ঘে দুই মিনিট, সন্তোষ মিত্র স্কোয়ারে ১৮ মিনিট, শিবমন্দিরে ছয় মিনিট, সিংহী পার্কে দুই মিনিট, সুরুচি সঙ্ঘে ১৬ মিনিট, টালা প্রত্যয়ে ১৫ মিনিট এবং ত্রিধারা সম্মিলনীতে ছয় মিনিট লাইন দিয়ে প্রতিমা দর্শনের জন্য অপেক্ষা করতে হচ্ছে দর্শনার্থীদের।