PB News Desk: ফ্ল্যাট দুর্নীতিতে অভিযোগে বিদ্ধ তৃণমূল (Trinamool Congress) সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan Ruhi)। তৃণমূলের তারকা সাংসদ যে সংস্থার ডিরেক্টর ছিলেন সেই সংস্থার মাধ্যমে প্রতারিত হয়েছেন অনেক প্রবীণ নাগরিক। এবার তাঁরাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্বারস্থ। টাকা ফেরত পাওয়ার আশায় প্রতারিত প্রবীণ নাগরিকরা শুক্রবার নিজাম প্যালেসে শুভেন্দুর অফিসে বৈঠক করেন। প্রায় ৩০-৫০ জন প্রবীণ নাগরিক আসলেও অনেকেই বার্ধক্যজনিত কারণে বৈঠকে আসতে পারেননি বলেই জানা গেছে।
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন , ‘মোট ৪১৫ জন প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। মোট টাকার অঙ্ক ২৩ কোটি। ৩৩০ জন মিলে একটি ফোরাম তৈরি করেছেন। আমি ওনাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছি। ওনারা চান , প্রতারকদের শাস্তি হোক এবং ওনাদের মেহনতের টাকা অন্তন্ত ব্যাঙ্কের সুদ-সহ যাতে ওনারা ফেরত পান।’ বিরোধী দলনেতা বৈঠকে তাঁদের আশ্বস্ত করেছেন।
ঠিক কি ঘটেছে ? সংস্থার তরফে ২২২ জনকে টাকা ফেরত দেওয়ার যে দাবি করা হলেও আদতে তা হয়নি। দশ বছর পেরিয়ে সেই টাকা সুদে-আসলে অঙ্কটা অনেকটা হয়ে দাঁড়িয়েছে। এতদিন ধরে সংস্থার কর্তারা শুধুই ঘুরিয়েছেন , তাই প্রতারিত নাগরিকরা সুদ সহ টাকা ফেরত পেতে চাইছেন। পাশাপাশি প্রতারকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। আইনি লড়াই প্রবীণ নাগরিকরা যেভাবে চালাচ্ছেন, সেভাবে চালাবেন। তিনিও বিরোধী দলনেতা হিসেবে দেখবেন যাতে তাঁদের সেই আইনি লড়াইয়ের পথ সুগম হয়। জানিয়েছেন বিরোধী দলনেতা।