May 20, 2024 6:04 pm

ভোররাত থেকে শুরু অবিরাম বৃষ্টি , রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া

PB News Desk: ভোররাত থেকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি , রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘুণাবর্ত রয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় একটি নিম্নচাপ এলাকায় ঘনীভূত হওয়ার সম্ভাবনা। তবে আর কতদিন চলবে বৃষ্টি ? দেখুন ওয়েদার আপডেট।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর , সকাল সোমবারের মতো আজ মঙ্গলবারও সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।

সেপ্টেম্বরের শুরুতেই শুরুতেই জোড়া ঘূর্ণাবর্তের ধাক্কায় আমূল বদল বাংলার আবহাওয়ায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গা – দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলিতে আবহাওয়া বদলের জেরে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।