May 20, 2024 9:24 pm

দিল্লি থেকে কলকাতায় এল কয়েক লক্ষ চিঠির বাণ্ডিল, ওরা দিল্লিতে ‘তামাশা’ করতে গিয়েছিল, জবাব কেন্দ্রীয় মন্ত্রীর

দিল্লি থেকে কলকাতায় এল কয়েক লক্ষ চিঠির বাণ্ডিল, ওরা দিল্লিতে ‘তামাশা’ করতে গিয়েছিল, জবাব কেন্দ্রীয় মন্ত্রীর

দিল্লি থেকে কলকাতায় এল কয়েক লক্ষ চিঠি।

PB NEWS :- দিল্লি থেকে কলকাতায় এল কয়েক লক্ষ চিঠি। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। চিঠির সেই বান্ডিল কাঁধে নিয়ে নিজেই কৃষি ভবনে গিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। যদিও কেন্দ্রীয় মন্ত্রী দেখাই করেননি তাঁর সঙ্গে। অবশেষে সেই চিঠি ফের ফিরে এল কলকাতায়।

ওরা দিল্লিতে ‘তামাশা’ করতে গিয়েছিল – কলকাতায় এসে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ সাধ্বীর। ‘যেখানে বলবেন দেখা করব।’ দিল্লি পর্বের পর এবার কলকাতায় এসে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তাঁর দাবি, দিল্লিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার সদিচ্ছা ছিল না তৃণমূলের। অভিষেকরা দিল্লি গিয়েছিলেন নাটক করতে, বাংলার মানুষকে বোকা বানাতে।

যন্তর মন্তরে প্রথমে বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল৷ সেখানে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা করার জন্য সময় দেওয়া সত্বেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন দেখাই করেননি। তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছনোর পর মন্ত্রী জানান, তিনি দেখা করতে পারবেন না।

আরও খবর- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে ১২০ জনকে নিয়োগ করবে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড

দিল্লি থেকে কলকাতায় এল কয়েক লক্ষ চিঠির বাণ্ডিল, ওরা দিল্লিতে ‘তামাশা’ করতে গিয়েছিল, জবাব কেন্দ্রীয় মন্ত্রীর

একশো দিন সহ বিভিন্ন প্রকল্পের বকেয়া আদায়ের দাবিতে সুবিধাভোগীদের চিঠি নিয়ে কৃষি ভবনে পৌছন অভিষেক সহ তৃণমূল নেতারা। এই চিঠি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, তিনি আবেদন করবেন রাজ্যপালকে। যাতে ভুক্তভোগীদের এই চিঠি পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার মঞ্চের সামনে সেই চিঠির বান্ডিল রাখা হয়। দেখানো হয় প্রতীকী প্রতিবাদ।