September 29, 2024 3:56 am

দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় চত্ত্বরে উড়লো লাল আবীর

দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় চত্ত্বরে নিজেদের মধ্যে লাল আবীর খেলে উল্লাসে মাতলেন ভারতের ছাত্র ফেডারেশনের কর্মী সমর্থকরা (SFI)। প্রায় তিন বছর বন্ধ থাকার পর আগামী ১৪ অক্টোবর থেকে আবার পাঠক্রম চালু হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে।

এসএফআইয়ের আন্দোলনের ফলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে দূরশিক্ষা বিভাগ চালু করতে, এমন দাবী করলেন জেলা এসএফআই নেতৃত্ব। বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে একে অপরকে লাল আবীরে রাঙ্গালো তারা। বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মীদের হাতে মিষ্টির প্যাকেটও তুলে দিল ছাত্রছাত্রীরা। তাদের দাবী দূরশিক্ষা বিভাগ চালু করার দাবীতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে এসেছে।

ডিস্টেন্স এডুকেশনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করে এসএফআই। তাদের ধারাবাহিক আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে ডিস্টেন্স এডুকেশন চালু করতে। এটা তাদের জয় বলে মনে করছে ভারতের ছাত্র ফেডারেশন। সমর্থকেরা জানায়, সেকারণেই আজ লাল আবীরে রাঙলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার।

তাদের দাবী এই মূহুর্তে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলে প্রত্যেক কলেজের গেটের সামনে লাল আবীর উড়বে। বাইট- অনির্বাণ রায় চৌধুরী (সম্পাদক, এস এফ আই, পূর্ব বর্ধমান)।