September 29, 2024 7:56 am

নির্বাচনী বন্ড মামলায় ফের সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল SBI

‘আমাদের কাছে আর কিছু নেই’ – নির্বাচনী বন্ড মামলায় ফের সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল SBI। গত ২১ মার্চ এসবিআইয়ের পক্ষ থেকে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য এসবিআই নির্বাচন কমিশনকে জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে এদিনের এই হলফনামায়৷ এক্ষেত্রে , কোনও তথ্যই গোপন করা হয়নি৷ গত ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রের নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিল করেছিল সুপ্রিম কোর্টের ৫ সদস্যের ডিভিশনাল বেঞ্চ৷

নির্দেশ দেওয়া হয়েছিল ১৩ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে এই বন্ড সংক্রান্ত তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে৷ নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্টে ফের যাবতীয় নথিপত্র সহ হলফনামা জমা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ হলফনামায় জানানো হয়েছে , আদালতের নির্দেশ মতো আলফানিউমেরিক নম্বর নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে৷ প্রসঙ্গত , ২০১৭ সালের অর্থ বিলের মাধ্যমে আইনে একগুচ্ছ সংশোধনী এনে মোদি সরকার ২০১৮ থেকে নির্বাচনী বন্ড চালু করে। জানা যায়, এই বন্ডের মাধ্যমে কোনও ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে , বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে পারবে।

প্রসঙ্গত, ভোটে কালো টাকার বেনো জল ঢোকা বন্ধ করার কথা সামনে রেখে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদি সরকার। এবিষয়ে এসবিআইকে ফের নোটিস পাঠানো হতে পারে৷ আজ ২১ মার্চ সেই বাকি থাকা নথিও আদালতে জমা দিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ বন্ডের ক্রেতা ও অর্থ সংক্রান্ত তথ্য বের করার জটিলতার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে তথ্য প্রকাশের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল এসবিআই৷ সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত৷ পরে ১৩ মার্চ এই সংক্রান্ত নথিপত্র আদালতের হাতে হলফনামা মারফত তুলে দেয় এসবিআই৷