May 20, 2024 9:58 pm

লোকসভা নির্বাচনের সাথেই বিভিন্ন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন , জানিয়ে দিল নির্বাচন কমিশন

লোকসভা ভোটের সঙ্গেই হবে উপনির্বাচন। ৭ মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন। মুর্শিদাবাদের মধ্যে রয়েছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। সেখানে বিধায়ক নির্বাচন হতে চলেছে ৭ মে। কারণ মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী গত মাসেই প্রয়াত হয়েছেন , যে কারণে ভগবানগোলা বিধানসভা এখন বিধায়ক শূন্য।

এছাড়া বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। কেননা বরানগরে তৃণমূল বিধায়ক তাপস রায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। সাত দফায় লোকসভা ভোট হতে চলেছে বাংলায়। শেষ দফায় ভোট হতে চলেছে বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরে। সেদিনই ভোট হবে দমদমে। সেদিনই হবে বিধায়ক নির্বাচনের ভোটও।

বেজে গিয়েছে ভোটের দামামা। চালু আদর্শ আচরণ বিধি। দেশের ২৬ জায়গায় উপনির্বাচন হতে চলেছে। বাংলার দুই বিধানসভা কেন্দ্রেও এবার উপনির্বাচন হতে চলেছে। তা নিয়ে চর্চা শুরু বঙ্গের রাজনৈতিক মহলে।