May 21, 2024 12:46 am

আকাশে মুহুর্মুহু মেঘের গর্জন ! ঝোড়ো হাওয়া , বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি – দক্ষিণবঙ্গে কালবৈশাখী !

মঙ্গলবার এবং বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠতে পারে। সব জেলায় কমলা সতর্কতা জারি করা থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। সেদিন সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল মঙ্গলবার বাড়বে বৃষ্টি ও ঝড়ের গতিবেগ। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

হাওয়া অফিস আরও জানিয়েছে ,’শিলা বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। হুগলি, হাওড়া ও কলকাতায় ৪০ থেকে ৫০কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।