September 29, 2024 8:58 am

‘প্রতিবাদী’ তকমা নিয়ে পদ্মাসনে প্রাক্তন বিচারপতি ! ফুল-শঙ্খ-উলুধ্বনিতে ‘অভিজিৎ’ বরণ বিজেপির

স্বেচ্ছাবসর নিয়ে পদ্মাসনে প্রাক্তন বিচারপতি ! ফুল-শঙ্খ-উলুধ্বনিতে ‘অভিজিৎ’ বরণ বিজেপির। বৃহস্পতিবার গেরুয়া শিবিরের পতাকা তুলে নিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। এদিন সকালে অভিজিতের বাড়িতে পৌঁছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও কাউন্সিলর সজল ঘোষ। তারপর সল্টলেকের বিজেপি সদর দপ্তরে পৌঁছন প্রাক্তন বিচারপতি। সল্টলেকে গাড়ি থেকে নামার পরই তাঁর উপর পুষ্পবৃষ্টি করা হয়। রাস্তার দুধারে দাঁড়িয়ে উলুধ্বনি ও শঙ্খ বাজান বিজেপির মহিলা কর্মীরা।

যোগদানের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আজ থেকে একেবারে নতুন জগতে পা রাখলাম। দলের শৃঙ্খলবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করব।” তিনি আরও বলেন, “আমাদের প্রাথমিক উদ্দেশ্য, বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ঘণ্টা বাজানো। লোকসভায় বাংলার দুর্নীতিগ্রস্ত সরকারের পতন হবে। বাংলার মানুষের জন্য বিজেপির ক্ষমতায় আসা দরকার। বাংলাকে পিছিয়ে পড়তে দেখে বাঙালি হিসেবে আমার কষ্ট হয়। বাংলাকে দুর্নীতিমুক্ত করাই আমার লক্ষ্য।”