November 24, 2024 7:35 am

‘৩৫ আসনের লক্ষ্যমাত্রা নয় , চাই সবকিছুই’ – প্রধানমন্ত্রীর ঘোষণায় চাপ বাড়ল বঙ্গ বিজেপির ?

‘৩৫ আসনের লক্ষ্যমাত্রা নয় , চাই সবকিছুই’ – প্রধানমন্ত্রীর ঘোষণায় প্রত্যাশা বাড়ছে বিজেপির ? খোদ প্রধানমন্ত্রীই যেন শুভেন্দুদের ‘গুগলি’ দিয়ে গেলেন। এতদিন এরাজ্যে বিজেপির বিস্তারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সংখ্যালঘু ভোট। সে তথ্য প্রধানমন্ত্রী নিজেও জানেন। আরামবাগের মঞ্চে সে কথা স্বীকারও করেছেন মোদি। মোদি বললেন,”এতদিন ওদের একটাই ভরসা ছিল সংখ্যালঘু ভোট। এবার সংখ্যালঘু মা-বোনেরাও বিজেপিকে সমর্থন করবেন।”

৩৫ থেকে ৪২, হঠাত কেন লক্ষ্যমাত্রা বাড়ালেন মোদি ? তাহলে কি সন্দেশখালির পর গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস বেড়েছে ? নাকি নেহাতই ফাঁকা আওয়াজ দিয়ে কর্মীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছেন প্রধানমন্ত্রী ? শুরু হয়েছে গুঞ্জন। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বাংলায় বিয়াল্লিশে ৪২ আসনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ফলাফল সেবার ভালো হয়নি। এবার মোদিও সেই একইভাবে রাজ্যের সব আসনে পদ্ম ফোটানোর ডাক দিলেন। সেই সঙ্গে সুকান্ত-শুভেন্দুদের কাজটাও আরও কঠিন করে গেলেন।