November 24, 2024 6:26 am

জায়গা হারালেন এলন মাস্ক , বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা পেলেন ফরাসি টাইকুন বার্নার্ড আর্নল্ট

মার্কিন ধনকুবের এলন মাস্ককে টপকে বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা পেলেন ফরাসি টাইকুন বার্নার্ড আর্নল্ট। ফোর্বস ম্যাগাজিনের বিলিওনিয়ার তালিকায় প্রথমেই উঠে এসেছে আর্নল্টের নাম। ডিওর, টিফিনি অ্যান্ড কোং, মার্ক জেকব, ফেন্ডির মতো বিশ্বের একাধিক লাক্সারি ব্রান্ডের মালিক বার্নার্ড আর্নল্ট। যার মার্কেট ভ্যালু ৫০০ বিলিয়ন ডলার পার করেছে।

আর্নল্টের সম্পত্তি একদিনেই বৃদ্ধি পেয়েছে ২৩.৬ বিলিয়ন ডলার। উল্টোদিকে ১৮ বিলিয়ন বা ১৮০ কোটি ডলার খুইয়েছেন মাস্ক। তাতেই ইলন মাস্ককে পিছনে ফেলে দিয়েছেন আর্নল্ট। ফোর্বসের তালিকা অনুযায়ী , শুক্রবার আর্নল্টের মোট সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ২০৭.৮ বিলিয়ন বা ২০ হাজার ৭০০ কোটি ডলারে।

দ্বিতীয় স্থানে থাকা এলন মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ ২০ হাজার ৪০০ কোটি ডলার। বর্তমানে এলভিএমএইচের বাজারমূল্য ৩৮৮.৮ বিলিয়ন ডলার। টেসলার বাজারমূল্য ৫৮৬.১৪ বিলিয়ন ডলার। একদিকে যেখানে শুক্রবার এলভিএমএইচ-র শেয়ার দর ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানেই টেসলার শেয়ার দরে পতন হয়েছে ১৩ শতাংশ।