May 20, 2024 11:45 pm

সময়ের আগেই শেষ ডাটা প্যাক ? এমতাবস্থায় মুশকিল আসান কিন্তু Airtel Wi-Fi

অফিসের কাজ , পড়াশোনা হোক, অনলাইনে কেনাকাটা হোক সব কিছুর জন্যই ইন্টারনেট প্রয়োজন। ফলে প্রচুর টাকা দিয়ে রিচার্জ করেও ফোনের ইন্টারনেট শেষ হয়ে যাচ্ছে সময়ের আগেই। এমতাবস্থায়, আপনি এয়ারটেলের ওয়াই-ফাই প্ল্যানগুলি নিতে পারেন।

১. 799 টাকার স্ট্যান্ডার্ড প্ল্যানে আপনি আনলিমিটেড 100 Mbps ইন্টারনেট স্পিড পাবেন। এই প্ল্যান বাকি দুটি প্ল্যানের মতো , আনলিমিটেড লোকাল/এসটিডি কল পাওয়া যায়। এই প্ল্যানে আপনি Apollo এবং Wynk Music এর বিনামূল্যে 24/7 সাবস্ক্রিপশন পাচ্ছেন। Airtel তার সমস্ত বার্ষিক প্ল্যানে বিনা মূল্যে ওয়াই-ফাই রাউটার অফার করে।

২. সমস্ত Airtel Xstream Fiber প্ল্যানে Amazon Prime Video এবং Disney Hotstar এর মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের বিনামূল্যের সাবস্ক্রিপশন পাবেন।

৩. Airtel Xstream ফাইবারে আপনি 1 জিবিপিএস পর্যন্ত উচ্চ গতির আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। ফলে সারাদিনে আপনি যত ইচ্ছে ব্যবহার করতে পারবেন। ডেটা শেষ হয়ে যাওয়ার কোন মাথাব্যথা নেই।

৪. 499 টাকার বেসিক প্ল্যানে আপনি 40 Mbps পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট স্পিড পাবেন। এতে আপনি স্থানীয়/এসটিডি কল পেয়ে যাবেন। এছাড়াও, আপনি অ্যাপোলো এবং উইঙ্ক মিউজিকের 24/7 বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

৫. Airtel Extreme Fiber এর 999 টাকার বিনোদন প্ল্যানে , আপনি জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম Amazon Prime Video-এ বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। এতে আপনি 200 Mbps পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট পেয়ে যাবেন। তাছাড়া আপনি আনলিমিটেড লোকাল/এসটিডি কল পাবেন। এর জন্য আপনাকে মাসিক 999 টাকা খরচ করতে হবে।