লোকসভা নির্বাচনের আগে ১০ লক্ষ যুবর কর্মসংস্থান করার লক্ষ্য নিয়েছে মোদী সরকার। এবার আগামী ১২ ফেব্রুয়ারি, যুব দিবসে দেশের বিভিন্ন স্থানে রোজগার মেলা হবে। মোট ৪৬ টি স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হবে।
লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফার মোদী সরকারের এটাই হবে শেষ কর্মসংস্থান মেলা। যুবদের চাকরি দিতে গত দু-বছর ধরে রোজগার মেলার আয়োজন করছে নরেন্দ্র মোদী সরকার। প্রসঙ্গত, ২০২২ সালের ২২ অক্টোবর কেন্দ্রীয় সরকার প্রথম কর্মসংস্থান মেলার আয়োজন করেছিল। ২০২৩ সালের নভেম্বরে দেশের মোট ৩৮টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। এর মাধ্যমে যুবদের রেল বিভাগ, ডাক বিভাগ সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে চাকরি দেওয়া হয়।
জানা গিয়েছে, পঞ্চকুলায় আয়োজিত মেলায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, সোনিপতে দায়িত্ব দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদবকে। রাঁচিতে উপস্থিত থাকবেন অর্জুন মুন্ডা এবং লক্ষ্ণৌতে থাকবেন স্মৃতি ইরানি। এছাড়া অন্যান্য স্থানে কেন্দ্রীয় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রোজগার মেলার মাধ্যমে নির্বাচিত যুবদের ভার্চুয়ালি নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী।