September 29, 2024 2:55 am

চোখ রাঙাচ্ছে কালবৈশাখী – ২০ মার্চ পর্যন্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

কালবৈশাখীর আশঙ্কায় ২০ মার্চ পর্যন্ত সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। কাল-পরশু কমলা সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। ২ দিন কলকাতাতেও জারি কমলা সতর্কতা। ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগেও দমকা বাতাস বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

মার্চের দ্বিতীয় সপ্তাহ শুরু হতে না হতেই হাওয়া বদলটা শুরু হয়ে গিয়েছিল। বাড়ছে গরম। শনিবার সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনাতে। এছাড়াও কলকাতার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস থাকছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আংশিক মেঘল আকাশের দেখা মিলতে পারে।  হাওয়া অফিস বলছে ছত্তিসগঢ় থেকে কর্নাটক পর্যন্ত বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে, সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। দুই মিলে মেঘলা আকাশের দেখা মিলছে বঙ্গে। হাওয়া অফিস বলছে রবিবার পর্যন্ত গোটা রাজ্যেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের জেলাগুলির পাশাপাশি সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে পশ্চিমের জেলাগুলিতে।