May 10, 2024 2:42 pm

‘অর্জুন এসে গেছিস’ – অর্জুনকে দেখে একগাল হাসি চাণক্য মুকুলের

মুকুল রায় ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য৷ সেই দলের সঙ্গেই দীর্ঘ পথ চলা৷ কিন্তু, সেই পথচলা হঠাৎই থমকে যায় ২০১৭ সালে৷ ২০১৭ সালের ৩ নভেম্বর নয়াদিল্লিতে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন মুকুল ৷ দীর্ঘদিন পরে ফের রাজনৈতিক আলোচনায় মুকুল রায়। এদিন কাঁচড়াপাড়ায় তাঁর বাড়িতে পৌঁছে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রায় আধঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন তিনি।

তাঁকে বলা হয় বঙ্গ রাজনীতির চাণক্য৷ কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে বহু দূরে রয়েছেন তিনি৷ তাঁর নাম মুকুল রায়৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেই চাণক্যের পদধূলি নিয়েই ভোটের লড়াই শুরু করার অঙ্গীকার নিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ জানা গিয়েছে, দু’জনের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক কথাবার্তাও হয়। অর্জুন সিং জানিয়েছেন, তাঁকে দেখেই চিনতে পারেন মুকুল রায়। বলে ওঠেন, ‘অর্জুন এসে গেছিস।’

২০২১ সালে ফের তৃণমূলে ফিরে আসেন মুকুল রায়৷ একুশের নির্বাচনে জয়লাভও করেন৷ তবে সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাঁকে খুব একটা সক্রিয় রাজনীতিকের ভূমিকায় দেখা যায়নি৷ ২০২৩-এর তৃণমূলের একুশে জুলাই সম্মেলনেও পুত্র শুভ্রাংশুর সঙ্গে এসেছিলেন তিনি৷ তবে, দু’জনের মধ্যে রাজনৈতিক বিষয়ে কী কথাবার্তা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি কেউ-ই৷