November 24, 2024 3:40 am

দত্তপুকুরে বিস্ফোরণের দায় কার ? হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করবেন শুভেন্দু – আজ যাচ্ছে বিজেপি

PB News Desk: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল যাচ্ছে দত্তপুকুরে। স্থানীয়দের সঙ্গে কথা বলবেন বিধায়করা। প্রয়োজনে প্রশাসনের সঙ্গেও কথা বলতে পারেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে থাকা বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। শুধু বিজেপি নয়, এদিন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের যাওয়ার কথা দত্তপুকুর। সকাল সাড়ে ১১টা নাগাদ যেতে পারেন তিনি।

একইসঙ্গে দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা করতে চলেছেন শুভেন্দু। রবিবার তাঁর এক্স হ্যান্ডেলে সে কথা নিজেই জানান। শুভেন্দু অধিকারী কী কী করতে চলেছেন, এক্স হ্যান্ডেলে তাও উল্লেখ করেন। লেখেন, ‘জনস্বার্থ মামলা দায়ের করব কলকাতা হাইকোর্টে। এনআইএ তদন্তের আবেদন জানাব। বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনব। আমরা সরকারের কাছে জবাব চাই, কেন তারা অবৈধ বাজি কারখানাগুলি নিয়ন্ত্রণ করতে পারছে না? এরপর আমরা দত্তপুকুর যাব।’

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের দায় কার ? সরকারের ভূমিকাই বা কী ? প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে চলেছে বিজেপির পরিষদীয় দল। এখন বিধানসভায় অধিবেশন চলছে। বিজেপির অন্দরের খবর, সোমবার সকালে বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দিতে চলেছে তাদের পরিষদীয় দল। সূত্রের খবর, প্রথমে আলোচনা চাইবে তারা। না হলে স্লোগান , শোরগোলে প্রতিবাদ জানাবেন বিজেপি বিধায়করা