কলকাতা

বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত , সাইক্লোন সার্কুলেশনে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর

PB News Desk: হিমালয় পাদদেশে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে দুটি ঘূ্র্ণাবর্ত৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুসারে আগামী ৪ সেপ্টেম্বর নাগাদ আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরের ওপরে৷ সাইক্লোন সার্কুলেশনের জেরে হাঁসফাঁস অবস্থা বঙ্গ বাসীর।

অ্যাকুওয়েদারের কলকাতা ওয়েদার আপডেট অনুসারে আজ সারাদিন তিলোত্তমার প্যাচপ্যাচে গরম। কলকাতাবাসী উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জাঁতাকলে একেবারে নাজেহাল হবে৷ এই পরিস্থিতিতে কলকাতায় আগামী ২ রা সেপ্টেম্বর থেকে আবহাওয়ার বড় বদলের ইঙ্গিত৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে৷ কিন্তু তা হলেও গরমের থেকে মুক্তি পায়নি বঙ্গবাসী৷ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ৷