November 24, 2024 3:30 am

ইন্টারনেট ছাড়াই লেনদেন করা যাবে ইউপিআইতে , ইন্টারনেট ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত পেমেন্ট

PB News Desk: আজকাল সব জায়গায় অনলাইন পেমেন্ট। সবজির বাজার থেকে মাল্টিপ্লেক্স, সর্বত্রই এখন ইউপিআই এর মাধ্যমে লেনদেন করে থাকেন সাধারণ মানুষ। সেই সব মানুষের জন্য কার্যত সুখবর নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ইন্টারনেট ছাড়াই লেনদেন করা যাবে ইউপিআই-তে। এই সিদ্ধান্তের ফলে ডিজিটাল পেমেন্ট আরও সুবিধাজনক।

UPI এর মাধ্যমে লেনদেন করতে গেলে ইন্টারনেটের প্রয়োজন হয়। কিন্তু ইউপিআই লাইটের মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। ইউপিআই লাইটে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ব্যালান্স রাখার সুবিধা দেওয়া হয়েছে। অনেক সময় ইন্টারনেট বা সার্ভারের সমস্যার কারণে লেনদেন মাঝপথে আটকে যায়। এই পরিস্থিতিতে এখন অফলাইন ইউপিআই ব্যবহার করে মুক্তি পাওয়া যাবে।