November 27, 2024 7:39 pm

আপনার জীবন বদলাতে পারে, আচার্য চাণক্যের নীতি গুলি! পড়ুন

যদি কেউ ইতিহাসের বুদ্ধিমান ব্যক্তিদের নিয়ে একটা তালিকা তৈরী করে তাতে আচার্য চাণক্যের নাম থাকবে না এমনটা হতেই পারেনা, কারণ চাণক্য কে ভারতের ইতিহাসের একজন অভিজ্ঞ এবং প্রখর বুদ্ধিমান ব্যক্তি হিসাবে ধরা হয়ে থাকে। যিনি পলিটিক্স এবং ইকোনমিক্সে এক্সপার্ট ছিলেন।

আজ আমরা কয়েকটি আচার্য চাণক্যের নীতি আপনাদের সঙ্গে আলোচনা করব, যে নীতি গুলি আপনার আজ বা আগামী জীবনে চলার জন্য খুবই কাজে লাগবে।

১ – টাকার ক্ষয় ক্ষতি, বা আপনার যদি ব্যাবসা লোকসানের দিকে যায় বা আপনার ব্যবসায় প্রচুর টাকা লোকসান হয়ে গেছে সেই ব্যাপারে চাণক্য নীতিতে বলা হয়েছে টাকার ক্ষয় ক্ষতি বা ব্যবসার মন্দার অবস্থা কখনো কাউকে বলা উচিত নয়। যতটা সম্ভব এই কথা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করতে হবে। কারন হিসাবে বলা হয়েছে যখন আপনি আপনার আর্থিক ক্ষয়ক্ষতির কথা অন্যান্য বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনদের জানান তখন বেশিরভাগ মানুষ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, বেশীরভাগ মানুষই হয়তো আপনার দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেবে, একটু দুঃখ প্রকাশ করবে কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতে কখনোই সাহায্য করবে না। আপনি যখন তাদের কাছে থাকবেন না তখন আপনাকে নিয়ে তারা হাসাহাসি করবে, আপনার কথা বলে তারা মজা পাবে সেই জন্য শুধুমাত্র আপনার এই ধরনের অবস্থায় যাকে আপনি খুব কাছের মনে করেন তাঁর কাছে এই সব কথা আলোচনা করবেন। যে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে বলে আপনি মনে করেন তার সাথেও এই কথা গুলি নিয়ে আলোচনা করতে পারেন।

 

২ – ব্যাক্তিগত সমস্যা।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটি হলো আপনার জীবনের ব্যক্তিগত সমস্যা বাইরের কোনো মানুষের সঙ্গে আলোচনা করবেন না কারণ এর ফলে এমন হতে পারে তিনি আপনার সমস্যা আরো বাড়িয়ে দিতে পারেন। আর এটা হতে পারে আপনার পিছনে অন্যান্যদের সাথে আপনার এই কথা নিয়ে হাসি ঠাট্টা ও মজা করতে পারে আপনি মানুন আর নাই মানুন জীবনের একটি চরম বাস্তবতা হলো বেশিরভাগ মানুষই অন্য মানুষের দুঃখ দেখে মনে মনে সুখী হয়।

 

৩ – মূর্খ ব্যক্তির সাথে কখনো তর্ক করবেন না।

আচার্য চাণক্য নীতি অনুসারে কখনোই মূর্খ ব্যক্তিদের সাথে তর্ক করতে নেই, কারণ মূর্খ ব্যক্তিরা না বুঝে কথা বলে তাই আপনি কখনই তাদেরকে সঠিক জিনিসটা বোঝাতে পারবেন না, আর তাছাড়া মূর্খ ব্যক্তিরা খুব সহজেই অসম্মানজনক কথা বলে দেয় যা আপনার আত্মসম্মানকে আঘাত করতে পারে তাই সব সময় মূর্খ ব্যক্তিদের সাথে তর্ক এড়িয়ে চলা উচিত।

 

৪ – বর্তমানে বেঁচে থাকুন।
আচার্য চাণক্য নীতিতে বলা হয়েছে আমাদের কখনো অতীতের কথা ভেবে আফসোস করতে নেই যদি সত্যিই সুখী জীবন কাটাতে চান তাহলে বর্তমানে বাঁচুন হারিয়ে যাওয়া অতীত আর কখনো ফিরে আসবে না তাই সেটা নিয়ে আফসোস করা তো একেবারেই বোকামো, ঠিক তেমনই ভবিষ্যতের কথা বসে বসে ভাবলে শুধু সময় নষ্ট হবে কারণ সেটা আমাদের হাতের বাইরে আমাদের হাতে আছে শুধু আজকের দিনটি, আর আমরা আমাদের আজকের দিনটিকে যেভাবে কাজে লাগাবো তার ওপরে নির্ভর করে আমাদের ভবিষ্যৎ গড়ে উঠবে, তাই আমাদের অতীত ও ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকে নিয়ে ভাবা উচিত, সুতরাং আজকের দিনটি যেটা আপনার হাতে আছে সেটিকে ভালোভাবে কাজে লাগান দেখবেন আগামী দিনগুলি নিয়ে আপনাকে খুব বেশী চিন্তিত হতে হবে না।

তথ্য – ইন্টারনেট