November 23, 2024 11:13 pm

মানেনি নির্দেশ ! অবতরণের আগেই চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়ল রাশিয়ার লুনা ২৫

PB News Desk: কথা না শোনার ফল। অন্তিম কক্ষপথে যাওয়ার পথে তৈরি ‘জরুরি অবস্থা’ ! চাঁদে অবতরণের ঠিক আগের মুহূর্তে ম্যানুভারের সময়ে জরুরি অবস্থার সৃষ্টি। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফে জানানো হল, সফল হয়নি লুনা-২৫ এর শেষ অপারেশন।

ভারতকে টেক্কা দিতে গিয়ে আগামী ২১ আগস্ট চাঁদে অবতরণ করার কথা লুনা ২৫ এর। ঠিক তার আগেই ঘটল বিপত্তি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে জরুরি অবস্থা সৃষ্টির কারণে পরিকল্পনা মাফিক কক্ষপক্ষ বদলায়নি রাশিয়ার লুনা ২৫।

শনিবার লুনা ২৫ এর চাঁদের প্রি-ল্যান্ডিং অরবিটে পৌঁছনোর কথা ছিল। সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত , রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইয়ুরি বরিসভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন , যে লুনা ২৫ এর এই চন্দ্রাভিযান যথেষ্ট ঝুঁকিপূর্ণ। অবশেষে সেই আশঙ্কা সত্যি করেই চাঁদের মাটিতে অবতরণের ঠিক আগেই চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়েছে লুনা ২৫।