মালবাহী গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নর্থ-ইস্টার্ন রেলওয়ের কিষাণগঞ্জ ডিভিশনে৷ আশঙ্কা করা হচ্ছে, এখনও অনেক মানুষ ট্রেনের ধ্বংসস্তুপের তলায় আটকে আছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷
কিষাণগঞ্জের ভৈরব এলাকায় এই ঘটনা ঘটে৷ ঘটনার তীব্রতা এতই ছিল যে তিনটি যাত্রীবাহী বগি উল্টে যায়৷ এখনও পর্যন্ত আহত অবস্থায় প্রায় ১০০ জন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে৷ বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা মাঝেমাঝেই প্রাণ কাড়ে মানুষের৷ এ দেশের নিম্নমানের সিগনালিং ব্যবস্থা ও দেখভালের অভাবের কারণে এমন ঘটনা ঘটে বলে মনে করেন কেউ কেউ৷
উদ্ধারকাজ চালানোর পাশাপাশি, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘এখনও পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার হয়েছে৷ আমরা সমস্ত পথ অবলম্বন করে উদ্ধারকাজ দ্রুত চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি৷ আমাদের আশঙ্কা, এই ধ্বংসস্তুপের মধ্যে আরও দেহ পড়ে থাকতে পারে৷ আহতদেরও উদ্ধার করা হতে পারে৷’’ উদ্ধারকাজে বাংলাদেশ দমকল বাহিনীর একটি বড় অংশকে কাজে নামানো হয়েছে৷