গত কয়েকদিনের খামখেয়ালি আবহাওয়ায় চিন্তা বেড়েছিল বঙ্গবাসীর। তবে কি এবার পুজোর চারটে দিনও ভাসাতে চলেছে বৃষ্টি ? ষষ্ঠী থেকে দশমী – ব্যপক দুর্যোগ বাংলায় ? রিপোর্ট আবহাওয়া দপ্তরের। দুর্যোগের কোনও আশঙ্কা নেই পুজোয়, এমনই সুখবর শোনাল হাওয়া অফিস। আপাতত মৌসম ভবন যে রিপোর্ট দিচ্ছে , তাতে এ আশঙ্কা একেবারেই নেই। আগামী ১০-১২ দিন বাংলায় কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে থাকবে ঝলমলে আকাশ।
কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। পরিস্থিতি অনুকূল , যে কোনও মুহূর্তে বর্ষা বিদায় শুরু হবে বঙ্গে। মহালয়ায় পরিষ্কার আকাশ থাকবে বলেই জনিয়েছে আবহাওয়া দপ্তর।
বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। উত্তুরে হওয়ার প্রভাব অনুভূত হবে।