PB NEWS :- ১০০ দিনের কাজের টাকা সহ রাজ্যের প্রাপ্য বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঝাঁঝ বাড়াতে লোকসভা নির্বাচনের আগেই ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল। আগামী ১ অক্টোবরের মধ্যে দলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের দিল্লিতে পৌঁছনোর নির্দেশ তৃণমূল নেতৃত্বের।
অনেক আগেই দিল্লিতে এই ধর্না কর্মসূচি করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ রা অক্টোবর কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল৷ যদিও এখনও পর্যন্ত কর্মসূচি পালনের বিষয়ে কোনও অনুমতি মেলেনি দিল্লি পুলিশের তরফে৷ সেকথা নিজেই জানিয়েছেন অভিষেক৷ প্রয়োজনে যন্তর মন্তরে হলেও কর্মসূচি পালিত হবে। দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের৷
এদিন তিনি বলেন, “আমরা বার বার আবেদন জানানো সত্ত্বেও দিল্লি পুলিশ ধর্না বিক্ষোভের অনুমোদন দেয়নি। কিন্তু, লিখিতভাবে সেটি জানাচ্ছে না দিল্লি পুলিশ। একবার লিখিতভাবে পুলিশ সেটা জানালে আমরা সর্বোচ্চ আদালতে যাব।” বর্তমান পরিস্থিতিতে যেভাবেই হোক তাঁদের কর্মসূচি পালন করবে তৃণমূল।
সমস্ত সাংসদ-বিধায়কদের দিল্লিতে তলব , কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল
More News – ঋণ খেলাপি গ্রাহকদের জন্য গান্ধীগিরি করার পন্থা বেছে নিল এসবিআই
গ্রাহকদের ঋণের কিস্তির কথা মনে করাতে এ বার থেকে চকোলেট পাঠাবে এসবিআই। এ ভাবে গান্ধীগিরির মাধ্যমে ঋণের টাকা আদায় করতে চাইছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অনেকে ব্যাঙ্ক থেকে ঋণ নেন , কিন্তু আর শোধ করেন না , ব্যাঙ্ক থেকে ফোন করলেও ফোনের ক্ষেত্রে কোনো গুরুত্ব দেন না। এসবিআই রিস্ক, কমপ্লায়েন্স অ্যান্ড স্ট্রেসড বিভাগের ডিরেক্টর ইন চার্জ অশ্বিনী কুমার তিওয়ারি বলেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দুটি ফিনটেকের সাহায্যে আমরা আমাদের খুচরো ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের বাধ্যবাধকতা মনে করিয়ে দেওয়ার একটি অভিনব উপায় তৈরি করছি।Continue Reading