June 24, 2024 1:04 am

বিজ্ঞানীরা অবশেষে এলিয়েনের খোঁজ পেলেন! মেক্সিকান পার্লামেন্টে দুই এলিয়েনের মৃতদেহকে সামনে এনেছেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা অবশেষে এলিয়েনের খোঁজ পেলেন!

বিজ্ঞানীরা অবশেষে এলিয়েনের খোঁজ পেলেন!

PB News Desk: বিজ্ঞানীরা সবসময়ই জানিয়েছেন যে, যদি পৃথিবীতে এলিয়েনরা নেমে আসতে থাকে, তবে অচিরেই পৃথিবীকে আক্রমণ করবে তারা! ‘রহস্যজনক’ এই এলিয়েন নিয়ে সবসময়ই জল্পনা থাকে তুঙ্গে। এখনও পর্যন্ত যে প্রশ্নের উত্তর নিয়ে এত জল্পনা ছিল , সেই প্রশ্নের উত্তর স্পষ্ট। বিজ্ঞানীরা অবশেষে এলিয়েনের খোঁজ পেলেন। মেক্সিকান পার্লামেন্টে দুই এলিয়েনের মৃতদেহকে সামনে এনেছেন বিজ্ঞানীরা। পেরুর কুজকো থেকে এগুলো উদ্ধার করা হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। ভিনগ্রহের মৃতদেহগুলি হাজার বছরের পুরনো।

বিজ্ঞানীদের দাবি, এই দু’টি মৃতদেহ পৃথিবীর অংশ নয়। এদেরকে UFO-এর ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করেছে। দু’টোই বর্তমানে জীবাশ্মে পরিণত হয়েছে। মাউসন আরও জানান, ইউএফও-র নমুনাগুলি সম্প্রতি মেক্সিকোর অটোনোমাস ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা করা হয়েছিল। যেখানে বিজ্ঞানীরা রেডিও কার্বন ডেটিং এর সাহায্যে ডিএনএ পরীক্ষা করেন। আর তা থেকেই জানতে পারেন যে, এরা পৃথিবীর অংশ নয়।

স্প্যানিশ নিউজ ওয়েবসাইট মার্কা-র রিপোর্ট অনুযায়ী, দুটি কাঠের বাক্সে অদ্ভুত দুই মৃতদেহ দেখা যাচ্ছে, যার সঙ্গে মানুষের মৃতদেহের কোনও মিল নেই। সেই সময় আমেরিকানস ফর সেফ অ্যারোস্পেসের ডিরেক্টর এবং মার্কিন নৌ বাহিনীর পাইলট রায়ান গ্রেভও উপস্থিত ছিলেন। মেক্সিকো সিটির বিজ্ঞানীরা একটি অফিসিয়াল ইভেন্টের সময় দুই এলিয়েনের মৃতদেহ বিশ্বের সামনে তুলে ধরেন। প্রোগ্রামটির নেতৃত্বে ছিলেন মেক্সিকান সাংবাদিক এবং ইউপোলজিস্ট জেইম মাউসন, যিনি কয়েক দশক ধরে বিভিন্ন অলৌকিক ঘটনা নিয়ে গবেষণা করছেন।