November 24, 2024 1:26 am

সুস্পষ্ট নিম্নচাপ রেখা বঙ্গোপসাগরের উপরে , দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা

PB News Desk: সুস্পষ্ট নিম্নচাপ রেখা তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরের উপরে৷ এদিকে দেশের ওপর একাধিক সক্রিয় সাইক্লোনিক সার্কুলেশন সঙ্গে বাড়তি ধার যুক্ত হল নতুন পশ্চিমী ঝঞ্ঝাতে৷ আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিতে জীবন তুলকালাম হতে চলেছে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে৷ কখনও কখনও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিও হবে৷

গভীর নিম্নচাপ ক্ষেত্র খুব তাড়াতাড়ি নিম্নচাপে পরিণত হবে৷ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি এরপর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল বরাবর এগিয়ে আসবে৷ একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে বঙ্গোপসাগরের প্রায় একই জায়গা বরাবর৷ সেক্ষেত্রে আগামী ২-৩ দিনের মধ্যে একাধিক জায়গায় বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে৷

উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ওপর বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ এটি নিম্ন ট্রপোস্ফিয়ার স্তর অবধি রয়েছে৷ পাকিস্তান ও তার সংলগ্ন এলাকাতেও তৈরি হয়ে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ একাধিক এই প্রাকৃতিক কারণের জেরে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে আবহাওয়া হবে উত্তাল৷