May 12, 2024 7:37 pm

Rose Day’র আগেই অগ্নিমূল্য Rose ! ভ্যালেন্টাইনস ডে’তে কি হবে ? বাড়ছে আশঙ্কা

ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। গোটা এক সপ্তাহ ধরে চলে কিস ডে, হাগ ডে, রোজ ডে বা চকলেট ডে। নিজের মানুষটিকে প্রতিদিনই কিছু না কিছু উপহার দিতে হয়। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে ভ্যালেন্টাইন্স উইক। এবার ভ্যালেন্টাইন্স ডে’র দিনই পড়েছে সরস্বতী পুজো। ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেমিক-প্রেমিকাদের পোয়া বারো বলে মনে করছেন অনেকে।

তার ফলেই ওই দিন গোলাপ ফুলের চাহিদা যে অন্যান্য বছরের থেকে বহুগুণ বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিয়ের মরশুম উপলক্ষে এমনিতেই বাজারে গোলাপ ফুলের চাহিদা বেশি আছে। তার উপর রোজ ডে উপলক্ষে বাজারে সেই চাহিদা আরও বেড়ে যাবে। বর্তমানে এক-একটি গোলাপ ফুল ৬০ থেকে ৭০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে আসন্ন রোজ ডে উপলক্ষে দু-একদিনের মধ্যেই সেই দাম আরও বৃদ্ধি পাবে।

তখন এক একটি গোলাপ ৯০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা দামে বিক্রি হবে। তবে আশঙ্কার বিষয় হল চাহিদার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গোলাপ ফুলের দাম। এ বছর ‘রোজ ডে’-র আগেই ফুলের দোকানগুলিতে গোলাপ ফুলের দাম যেভাবে বাড়তে শুরু করেছে তাতে অশনি সঙ্কেত দেখছেন অনেকে।