আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের রো-হিট – রশিদের বিরুদ্ধে দুরন্ত শতরান হিট ম্যানের। পাক ম্যাচের আগে রোহিত শর্মা ছন্দে ফেরায় স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। ৬৩ বলে সেঞ্চুরি করেন রোহিত। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটার এখন রোহিত। তিনি সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন। ৮৪ বলে ১৩১ রান করে আউট হন রোহিত। ১৬টি চার ও ৫টি ছক্কা হাঁকান হিটম্যান। ৪৭ বলে ৪৭ রান করে আউট হন ঈশান কিষান। ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।
৫৫ বলে হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। বিশ্বকাপে এটি বিরাটের অষ্টম হাফ সেঞ্চুরি। ২৫ রান করে অপরাজিত শ্রেয়স আইয়ার। আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির ৮০ রানের ইনিংসের ভিত্তিতে প্রথমে ব্যাট করে আট উইকেটে ২৭২ রান করে আফগানিস্তান। জবাবে আফগানিস্তানের দেওয়া ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা ও ঈশান কিশানের ওপেনিং জুটি তাণ্ডব চালায় শুরু থেকেই।